-
ENGINEERING INSURANCE
- Boiler and Pressure Vessel Insurance(BPV)
- Deterioration of Stock Insurance(DOS)
- Contractors All Risks Insurance (CAR)
- Contractors Plant & Machinery Insurance (CPM)
- Erection All Risks Insurance (EAR)
- Machinery Breakdown Insurance (MBD)
- Power Plant All Risk Insurance (PPAR)
- Electronic Equipment Insurance (EEI)
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ওয়াদা লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

২৭ জুন ২০২৪ তারিখে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে “সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ওয়াদা লিমিটেড” এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় । উক্ত চুক্তির ফলে মোবাইল ব্যবহারকারীগন খুব সহজেই তাদের ব্যবহৃত হ্যান্ড সেট বা মোবাইল ফোনসমুহের ইন্স্যুরেন্স সুবিধা মোবাইল কেনার সময় হতেই নামমাত্র মূল্যে গ্রহণ করতে পারবেন । ফলে দামী হ্যান্ড সেট ব্যবহারের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে ঝুঁকি অনেকটাই কমে আসবে ।
উক্ত চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিইও/এমডি ব্রি.জেনারেল শফিক শামীম পিএসসি (অব.) এবং ওয়াদা লিমিটেড এর এসোসিয়েট ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা জনাব এসকে খালেদুজ্জামান ও উভয় কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন ।