-
ENGINEERING INSURANCE
- Boiler and Pressure Vessel Insurance(BPV)
- Deterioration of Stock Insurance(DOS)
- Contractors All Risks Insurance (CAR)
- Contractors Plant & Machinery Insurance (CPM)
- Erection All Risks Insurance (EAR)
- Machinery Breakdown Insurance (MBD)
- Power Plant All Risk Insurance (PPAR)
- Electronic Equipment Insurance (EEI)
অভিনন্দন ও শুভেচ্ছা

বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । গত ২৪ ফেব্রুয়ারি সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী পুনরায় সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।
এর আগে ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সোমবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচিত ঘোষণা করে কমিশন।
বিআইএফ’র কার্যকরী নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। সেক্রেটারি জেনারেল সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম। সেক্রেটারি নির্বাচিত হওয়ায় কোম্পানির চেয়ারম্যান, পরিচালকগন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ার হোন্ডারগনের পক্ষ হইতে , কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীমকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ।